রাজধানীতে অ্যাপে পিক অ্যান্ড ড্রপ সেবা চালু

৪ জুন, ২০২০ ১৪:১০  
অ্যাপভিত্তিক ‘রাইড শেয়ারিং’ সেবা বন্ধ থাকায় রাজধানীতে যাত্রা শুরু করেছে অ্যাপ ভিত্তিক নতুন একটি পরিবহন সেবা। চালু হয়েছে অ্যাপ ভিত্তিক পিক অ্যান্ড ড্রপ সেবা ‘যাবো’। নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে অ্যাপের মাধ্যমে চাহিদামতো সিট বুকিং করে নির্দিষ্ট ভাড়ায় যাতায়াতের এই সেবা চালু করেছে ‘এক্সিলেন্স বাংলাদেশ’। গত ১ জুন উন্মোচন করেছে অ্যান্ড্রয়েড অ্যাপটি। ইতোমধ্যেই মিরপুর-১ থেকে গুলশান-১, উত্তরা থেকে গুলশান-১, বসুন্ধরা থেকে মতিঝিল, আব্দুল্লাপুর থেকে মতিঝিল, মিরপুর-১ থেকে আব্দুল্লাপুর। ধানমণ্ডি থেকে বসুন্ধরা, মিরপুর ডিওএইসএস থেকে মতিঝিল, কমলাপুর থেকে গুলশান হয়ে নতুন বাজার, চট্রগ্রাম রোড থেকে ধানমণ্ডি হয়ে শ্যামলী, সদরঘাট থেকে গাবতলী, মিরপুর থেকে বনশ্রী রুটে এই সেবা দেয়া হচ্ছে। https://jabo.app/Android ঠিকানা থেকে নিবন্ধনের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করলে ৫০ টাকা ক্রেডিট এবং রিচার্জে ৪০ শতাংশ বোনাস ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। আগামী জুলাই মাসে আইওএস প্লাটফর্মেও অ্যাপটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছে ‘যাবো’কর্তৃপক্ষ।